গুনধর নাতির হাতে মৃত্যু ঠাকুমার,ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষীরপাইয়ে

author-image
Harmeet
New Update
গুনধর নাতির হাতে মৃত্যু ঠাকুমার,ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষীরপাইয়ে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ গুনধর নাতির হাতে মৃত্যু ঠাকুমার। শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায়। জানা যায়,মৃত ঠাকুমার নাম মালতী দাস(৭৩) আর গুনধর নাতির নাম রিন্টু দাস(৩০)। জানা গিয়েছে, বৃদ্ধার চার ছেলে ভরা সংসার কিন্তু ছেলেরা কেউ দেখতো না উল্টে প্রতিনিয়ত মারধর করত। তাই বৃদ্ধা একা একটি চালাঘরে বসবাস করতো এমনকি নিজে কাজ করে পেট চালাতেন। মালতি দাসের ছেলে ও নাতিরা প্রায় অত্যাচার চালাতো বলে অভিযোগ। তেমনি এদিন বিকেল নাগাদ বৃদ্ধার বড় ছেলের ছেলে তথা অভিযুক্ত নাতি রিন্টু দাস চড়াও হয় তার ঠাকুমা মালতী দাসের উপর। এমনকি বেধড়ক মারধর করা হয় আর তারপরই মৃত্যু হয় ঠাকুমা মালতী দাসের। ঘটনা জানজানি হতেই পাড়া-প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত গুণধর নাতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুণধর নাতি ক্যামেরার সামনে স্বীকার করে মদ্যপ অবস্থায় রাগের মাথায় ঠাকুমাকে চড় মারার কথা। তবে এরকম ঘটনা ঘটবে বলে বুঝতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। যদিও এবিষয়ে পুলিশ জানায়,মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।