‘মানুষ অ্যাথলিটদের আবেগ বোঝে না’: রানী রামপাল

author-image
Harmeet
New Update
‘মানুষ অ্যাথলিটদের আবেগ বোঝে না’: রানী রামপাল

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার টোকিও অলিম্পিকে হকির সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে ভারতের মহিলা হকি দল পরাজিত হওয়ার পর ভারতের স্ট্রাইকার বন্দনা কাটারিয়াকে উদ্দেশ্য করে বেশ কিছু মানুষ জাতিভেদমূলক মন্তব্য করেন। এবার সেই নিয়ে ভারত অধিনায়ক রানী রামপাল নিজের মুখ খুললেন। রানী বলেন, ‘আমি যখন শুনলাম ওর পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটছে, আমার খুব খারাপ লেগেছে। সম্প্রতি ওর বাবা মারা গিয়েছেন। মানুষ অ্যাথলিটদের আবেগ বোঝে না, আমরা যে আত্মত্যাগ করি সেগুলো বোঝে না’।