নিজস্ব সংবাদদাতাঃ অ্যামাজন (Amazon), টুইটার (Twitter), মেটার (Meta) মত বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলোতে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মী ছাঁটাই হতে চলেছে দেশীয় সংস্থা শেয়ারচ্যাটে। আবারও বিপুল পরিমাণ কর্মী তাঁদের কর্মসংস্থান হারাতে চলেছে। দেশীয় সামাজিক মিডিয়া কোম্পানি শেয়ার চ্যাটের স্পোর্টস প্ল্যাটফর্ম Jeet11 বন্ধ হচ্ছে। যার ফলে সংস্থার ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে এই অ্যাপ সংস্থা।