একাধিক অভিযোগ, সরজমিনে খতিয়ে দেখলেন পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান

author-image
Harmeet
New Update
একাধিক অভিযোগ, সরজমিনে খতিয়ে দেখলেন পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান

হরি ঘোষ, দুর্গাপুরঃ পানীয় জলের সমস্যা, নিকাশি-নালার সমস্যা, শৌচালয়ের সমস্যা, স্কুলের সমস্যা-সহ আরো একাধিক অভিযোগ অনেকদিন আগে থেকেই আসছিল। এবার সেই এলাকায় পৌঁছে এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন এবং দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ারদের সঙ্গে খতিয়ে দেখলেন দুর্গাপুর নগর নিগমের খোদ পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। 

দ্রুত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিলেন তিনি। পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের আশ্বাসে কিছুটা হলেও খুশি এলাকাবাসীরা। দুর্গাপুর নগর নীগমের শেষ প্রান্তে মোজরাকোন্দা আদিবাসী পাড়া। হাতে গোনা ৩০টি পরিবারের বসবাস। বাকি রয়েছে বেশ কিছু উন্নয়নের কাজ। স্কুলের পলেস্তারা খসে খসে পড়ছে। সেই স্কুলে পৌঁছে যান পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। দ্রুত স্কুলকে নতুনভাবে সাজানোর আশ্বাস দিলেন। এলাকাবাসীরা জানান, তাদের দীর্ঘদিনের একাধিক সমস্যা ছিল। সমস্যাগুলো শুনলেন পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। দ্রুত কাজের দাবি তুলেছেন স্থানীয়রা ।