নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল।
শুক্রবার বেলা ১১ টা সময় গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলেবেড়া কলেজ গেট থেকে বেলিয়াবেড়ার রাস মঞ্চ পর্যন্ত আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। বাংলার খেটে খাওয়া গরীব মানুষদের একশো দিনের কাজের প্রাপ্য মজুরি আদায়ের দাবিতে এবং বাংলার প্রতি বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিল বলে জানান ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি প্রশান্ত বেরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি প্রশান্ত বেরা, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কমিটির সদস্য অমিতাভ দাস-সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীরা এই মিছিলে উপস্তিত ছিলেন।