নিজস্ব সংবাদদাতাঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাইলে তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন একথা বলেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পুতিনের সঙ্গে বাইডেনের কথা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'পুতিনের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে এখনই তাঁর কোনো পরিকল্পনা নেই। তবে যোগাযোগের সম্ভাবনা তিনি খোলা রেখেছেন। আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত, যদি বাস্তবিক অর্থে তাঁর মধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণের আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি। যদি তেমনটা হয়, তাহলে তিনি তাঁর ফরাসি ও ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে কথা বলবেন।' মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "এই যুদ্ধ শেষ করার একটা উপায় আছে—যুক্তিসংগত উপায়। আর তা হলো, পুতিনকে প্রথমেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে সরিয়ে আনতে হবে। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।"