অ্যাভিয়ান ফ্লুর থাবায় মৃত্যু পেলিকান-সহ কয়েকশো পাখির

author-image
Harmeet
New Update
অ্যাভিয়ান ফ্লুর থাবায় মৃত্যু পেলিকান-সহ কয়েকশো পাখির

নিজস্ব সংবাদদাতাঃ পেরুতে থাবা বসাতে শুরু করেছে H5N1 অ্যাভিয়ান ফ্লু ভাইরাস। যার জেরে পেরুতে ইতিমধ্যেই কয়েকশো পেলিকানের মৃত্যু হয়েছে বলে খবর। পেলিকানের পাশাপাশি নীল রঙা ববি-সহ একাধিক সামুদ্রিক পাখিরও মৃত্যু হচ্ছে বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই পেরু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। প্রসঙ্গত পেরুতে বার্ড ফ্লু ছড়ানোর পর থেকে সেখানে প্রায় ৩৭ হাজার পোলট্রির পাখি নিধন করা হয়েছে বলে খবর।