চীনের ওপর নির্ভরতা নিয়ে সতর্ক করলেন ন্যাটো প্রধান

author-image
Harmeet
New Update
চীনের ওপর নির্ভরতা নিয়ে সতর্ক করলেন ন্যাটো প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মুক্ত বাণিজ্যের সুবিধায় তিনি বিশ্বাস করেন। কিন্তু একই সঙ্গে তিনি চীনের মতো স্বৈরাচারী শক্তির সঙ্গে জড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিণতি রয়েছে বলে সতর্ক করেছেন। জার্মানির বার্লিনে এক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতার কথা তুলে ধরেন। জেন্স স্টোলটেনবার্গ বলেন, 'ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে রাশিয়ার গ্যাসের ওপর আমাদের নির্ভরশীলতা কত বিপজ্জনক। এর ফলে শুধু চীন নয়, অপর স্বৈরাচারী রাষ্ট্রের ওপর আমাদের নির্ভরশীলতা পর্যালোচনা করা উচিত।' তিনি আরও বলেন, "আমরা দেখছি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সাপ্লাই চেইন ও গুরুত্বপূর্ণ শিল্প খাত নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার করছে চীন।"