“বড় ভুল” — ট্রাম্পের শুল্ক নিয়ে মুখ খুললেন ওয়ারেন বাফেট
রাজনীতির ঊর্ধ্বে জাতির স্বার্থ আর উন্নয়ন, তাই মঞ্চ ভাগ মোদীর সাথে স্বীকার শশী থারুরের
পশু নির্যাতন রোধে উদ্যোগী কেন্দ্র, সংশোধনী বিল নিয়ে ইতিবাচক সাড়া পেয়ে কৃতজ্ঞ জুন মালিয়া
পুলিশের উদ্যোগে সবংয়ে সফল রক্তদান শিবির
কেন হল পদপিষ্টের ঘটনা, তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী
গরম কাটাতে আসছে বৃষ্টি, তবে বিপদও আছে এই এই রাজ্যে
পাক-চীন মিলিত সামরিক প্রস্তুতি: পহেলগাঁও জঙ্গি হামলার পর চীন থেকে জরুরি ভিত্তিতে ৪০টি VT-4 ট্যাংক আনছে পাকিস্তান
পাকিস্তানি স্ত্রীকে গোপন করে রাখার অভিযোগ, CRPF জওয়ান বরখাস্ত
মণিপুর হিংসার দুই বছর: দিল্লির জনতার মঞ্চে পৃথকভাবে প্রতিবাদে কুকি-জো ও মেইতেই সম্প্রদায়

ডিনিপ্রো নদীর পূর্ব তীরে বিপুল সংখ্যক দুর্গের কাজ শুরু হয়েছেঃ ভ্লাদিমির সালদো

author-image
Harmeet
New Update
ডিনিপ্রো নদীর পূর্ব তীরে বিপুল সংখ্যক দুর্গের কাজ শুরু হয়েছেঃ ভ্লাদিমির সালদো

নিজস্ব সংবাদদাতাঃ খেরসন অঞ্চলের রুশ নিযুক্ত প্রধান ভ্লাদিমির সালদো বলেন, 'রাশিয়া অধিকৃত অঞ্চলে ডিনিপ্রো নদীর পূর্ব তীরে বিপুল সংখ্যক দুর্গের কাজ চলছে।' সালদো আরও বলেন যে দুর্গগুলো দ্রুত নির্মিত হচ্ছে এবং এই উদ্দেশ্যে উল্লেখযোগ্য আর্থিক সংস্থান বরাদ্দ করা হয়েছে এবং প্রচুর সংখ্যক নির্মাণ সংস্থা নিযুক্ত করা হয়েছে।