নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাব পুলিশ অমৃতসরে দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ৫টি অস্ত্র ও সক্রিয় কার্তুজ উদ্ধার করেছে।ধৃতদের নাম রবি ও রবিন। উভয়ের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের ৫-৬টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ৫টি অস্ত্র ও জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানান অমৃতসরের পুলিশ কমিশনার জাসকরণ সিং। পুলিশের তরফে নিশ্চিত করা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। দেখুন ভিডিও।