New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিজেপি বিধায়কের তহবিলের টাকায় বসানো হাই মাস্ক লাইটে বিধায়কের নাম উহ্য রেখে নিজেদের নামে চালানোর অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সরকারি কাজে তৃণমূলের স্টিকার রাজনীতির অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে বাংলার সড়ক যোজনা নাম দিয়ে কেন্দ্র প্রকল্পকে নিজেদের নামে চালানোর অভিযোগ ছিলই তৃণমূল সরকারের বিরুদ্ধে, যা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন, এমনকি কেন্দ্র ওই সব প্রকল্পে অর্থ বরাদ্দ পর্যন্ত বন্ধ করে দেয়। এনিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরকারি প্রকল্পে স্টিকার রাজনীতির অভিযোগ তুলেছিল। এবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বরদা বিশালাক্ষী মন্দির মোড়ে একটি হাই মাস্ক লাইট বসানোকে ঘিরে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্টিকার রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।
জানা যায়, ২০২১-২০২২ অর্থবর্ষে BEUP তথা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ৩,৫০,০০০ টাকা ব্যায়ে বরদা বিশালাক্ষী মন্দির মোড়ে একটি হাই মাস্ক লাইট বসানো হয় যা রূপায়ন করে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি। বিধায়ক তহবিলের টাকায় এলাকা উন্নয়নে কোনও কাজ হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিধায়কের নাম এবং বিধানসভা এলাকা উল্লেখ করতে হয় কাজের খতিয়ান তুলে ধরে বসানো সংশ্লিষ্ট নেম প্লেট বা বোর্ডে। বরদা বিশালাক্ষ্মী মন্দির মোড়ে ঘাটালের বিজেপি বিধায়কের তহবিলের টাকায় বসানো হাই মাস্ক লাইটে বিধায়ক শীতল কপাটের নাম উহ্য, ইতিমধ্যে এলাকায় গিয়ে তা দেখে এসেছেন বিধায়ক শীতল কপাট। আর এতেই তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সরকারি প্রকল্পে এবং উন্নয়নমুলক কাজে স্টিকার রাজনীতির অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক শীতল কপাট।তিনি বলেন, তৃণমূল সরকার একটি স্টিকার মারা কোম্পানি, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করে কিভাবে নিজেদের নামে চালিয়েছে সবাই জানে।তেমনই বরদা বিশালাক্ষী মন্দির মোড়ে তার তহবিলের টাকায় বসানো হাই মাস্ক লাইটে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি নতুন বোর্ড বসিয়ে তাদের নামে চালাচ্ছে। এবিষয়ে আসল সত্য জনসাধারণের সামনে আনার জন্য আইনি লড়াইয়ের পথে যাওয়ারও হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।যদিও এবিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজির সাফাই,কোথাও একটা বোঝার ভুল হচ্ছে কারণ আগে যিনি বিধায়ক ছিলেন তার তহবিলের টাকায় যেসকল কাজ হয়েছিল সেক্ষেত্রেও সোর্স অফ ফান্ড হিসাবে BEUP উল্লেখ রয়েছে বিধায়কের নাম কোথাও নেই আর এক্ষেত্রেও তাই করা হয়েছে,রুপায়নী সংস্থা হিসাবে ঘাটাল পঞ্চায়েত সমিতির নাম উল্লেখ রয়েছে।ওনার জানার কিছু ঘাটতি আছে বলেই পঞ্চায়েত সমিতির দিকে আঙুল তুলছেন।এবিষয়ে উনি প্রশাসনিক দপ্তরে খোঁজ নিয়ে জেনে নিলেই পরিষ্কার হয়ে যাবে।উন্নয়নমুলক কাজে যার টাকাই হোক সে বিষয়ে কোনও বিবাদ বা বিতর্ক তৈরি হোক আমরাও চাই না এমনটাই জানান তিনি। বিজেপি বিধায়কের তহবিলের টাকায় হাই মাস্ক লাইট বসানোকে ঘিরেঘাটালে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
tmc
bjp
india
bengal
news
anmnews
Light
bengalinews
latestnews
breakingnews
westmedinipur
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate