নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেশটির বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলা হয়। স্টোরের ব্যবস্থাপকের চালানো ওই হামলায় ছয়জন নিহত হন। বন্দুক হামলায় বেঁচে যাওয়া এক নারী ওয়ালমার্টের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ওয়ালমার্টের কাছে পাঁচ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ওই নারী। ওই নারীর নাম ডোনিয়া প্রিইলু। তিনি ওয়ালমার্টের একজন কর্মী। অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে ব্যবস্থাপক আন্দ্রে বিংয়ের অসংগতিপূর্ণ ও সন্দেহজনক আচরণের একটি তালিকাও তিনি আদালতে দিয়েছেন।