New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে মাঠে পোড়ানো হচ্ছিল নাড়া, আর সেই আগুনে পুড়লো দশ কাঠা জমির কাটা ধান। ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের মাড় এলাকায় বালি মাঠে বুধবার বিকেলে ধান কাটার পর কৃষি জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পোড়ানোর কাজ করছিলেন বেশ কয়েকজন কৃষক। আর সেই আগুন গিয়ে লাগে ক্ষীরপাই পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পতিত পবন দাসের কৃষি জমিতে কাটা হয়ে পড়ে থাকা ধানে। সন্ধে নাগাদ আগুন লাগে।
মাঠের মধ্যেই পুড়ে যায় ১০ কাঠা জমির সম্পূর্ণ ধান, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে পতিত পবনের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকেই বিষয়টি জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। যদিও একাধিকবার প্রশাসনের তরফ থেকে নাড়া পোড়ানো বন্ধ নিয়ে সচেতনামূলক প্রচার চালানো হলেও প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পড়ানো হচ্ছে নাড়া, ছড়াচ্ছে দূষণ পাশাপাশি তা থেকে পাকা ধানে বা ফসলে আগুন লাগার মতো ঘটনায় হুঁশ ফিরছে না কৃষকদের।
latestnews
farmer
westmedinipur
bengalinews
breakingnews
khirpai
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
pollution
anmnews
news
bengal
india