নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করে তিনি বলেছেন, চরমপন্থী শাসকদের এই অস্ত্র প্রদানের ফলে ন্যাটো সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে। মেদভেদেভ লিখেছেন, ন্যাটো মহাসচিবের দেওয়া ইঙ্গিত অনুসারে যদি ইউক্রেনের অন্ধবিশ্বাসীদের হাতে সেনাসহ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে তা অবিলম্বে আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ নিশানায় পরিণত হবে।