নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে পারমাণবিক ইস্যু ও ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। মস্কোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড বলেছেন, সিআইএ প্রধান কোনও বিষয়ে দরকষাকষি করেননি। তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়েও আলোচনা করেননি। সের্গেই নারিশকিন বলেছেন, আমার দিক থেকে আমি রুডের বক্তব্যকে নিশ্চিত করছি। বৈঠকে যেসব শব্দ বারবার উচ্চারিত হয়েছে সেগুলোর মধ্যে ছিল ‘কৌশলগত স্থিতিশীলতা’, ‘পারমাণবিক নিরাপত্তা’, ‘ইউক্রেন’ এবং ‘কিয়েভের শাসক’।