New Update
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দুর্ঘটনার কবলে এসবিএসটিসি বাস। দ্রুত গতিতে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে দোকানে ঢুকে যায় বাস। ঘটনায় আহত বেশ কয়েকজন।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে নারায়নপুর এলাকায় ঘাটাল থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কে। স্থানীয় সূত্রের খবর, রামজীবনপুর থেকে ঘাটালগামী যাত্রীবাহী এসবিএসটিসি বাসটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে, নারায়ণপুর এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে ধাক্কা মারে।
ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় চায়ের দোকানটি। দোকানে কেউ না থাকায় প্রানে রক্ষা পায় সকলে। যদিও ঘটনায় প্রায় ১০ জনের মত বাসযাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় আহত বাসের চালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ।
Narayanpur
latestnews
bengalinews
breakingnews
importantnews
accident
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
westmidnapur
sbstcbus
anmnews
ramjibanpur
news
bengal
india
ghatal
bus