নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা। সঠিক ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছে। কয়েকদিন ধরে প্রায় শতাধিক হাতির দল সাঁকরাইল ব্লকের বাকড়া, আঙ্গারনালি সহ বিভিন্ন এলাকায় মাঠে গিয়ে পাকা ধান চাষের ক্ষতি করছে, সবজি চাষের ক্ষতি করছে। যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন।
বন দফতরের পক্ষ থেকে যে ক্ষতিপূরণের ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম পূরণ করে ক্ষতিপূরণ পাওয়া যায়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। তাই নগদ টাকা দেওয়ার দাবিতে, সঠিক ক্ষতিপূরণ যাতে ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পায় তার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় রাস্তা ঘিরে পথ অবরোধ শুরু করেছেন ওই এলাকার কয়েকশো গ্রামবাসী। যার ফলে ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমনি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গ্রামবাসীদের দাবি, তাদের ফসলের ক্ষতির সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ক্ষতিপূরণ এর টাকা নগদ অর্থে দিতে হবে। সেই সঙ্গে হাতির দলকে ওই এলাকা থেকে অন্যত্র পাঠাতে হবে। পথ অবরোধের ফলে সাঁকরাইল ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম জেলা শহরের যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তবে দাবি দাওয়া গুলি না মিটলে তাদের অবরোধ চলবে বলে ওই এলাকার গ্রামবাসীরা জানিয়েছেন।