ইরাককে রক্ষায় বুক পেতে দেবো: ইরানের সর্বোচ্চ নেতা

author-image
Harmeet
New Update
ইরাককে রক্ষায় বুক পেতে দেবো: ইরানের সর্বোচ্চ নেতা

নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের নিরাপত্তা কেউ বিনষ্ট করতে চাইলে দেশটিকে রক্ষায় বুক পেতে দেবে ইরান। তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিয়া আস সুদানির সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, 'রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রীয় সম্পর্ক জোরদার এবং দেশকে নিজের ইতিহাস-ঐতিহ্য ও সভ্যতার আলোকে উপযুক্ত ও স্বাধীন অবস্থানে নিয়ে যাওয়ার যোগ্যতা ও সামর্থ্য আস সুদানির রয়েছে।' ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 'প্রাকৃতিক সম্পদ, মানব শক্তি এবং সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে সমৃদ্ধ অতীত বিবেচনায় ইরাক হচ্ছে আরব অঞ্চলের শ্রেষ্ঠ দেশ। তাদের অতীত এতো সমৃদ্ধ হওয়ার পরও দুঃখজনকভাবে দেশটি এখনও প্রকৃত সুউচ্চ অবস্থানে পৌঁছাতে পারেনি। আশা করা যায়, আস সুদানির নেতৃত্বে দেশটির উন্নয়ন ঘটবে এবং সঠিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।'