New Update
নিজস্ব সংবাদদাতা : ডেবরায় শিক্ষকের ৫০ হাজার টাকা উদ্ধার করে, পরিবারের হাতে তুলে দিলেন এক সিভিক ভলেন্টিয়ার। শিক্ষকতা করে বাড়ি ফেরার সময় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শ্রীরামপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়েন কুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ঘাটা। বাড়ি খড়গপুরের ইন্দায়। তার সঙ্গে থাকা ব্যাগে ছিল ৫০ হাজার টাকা।
দুর্ঘটনা ঘটার পর গুরুতর আহত হন ওই প্রধান শিক্ষক। প্রথমে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতাল ও পরে কলকাতায় পাঠানো হয় তাকে। শিক্ষকের কাছে থাকা একটি ব্যাগ উদ্ধার করে ওই এলাকাতেই কর্মরত ট্রাফিক বিভাগের সিভিক ভলেন্টিয়ার কার্তিক শিং। আর সেই ব্যাগেই ছিল ৫০ হাজার টাকা৷ পরিবারের হাতে সেই টাকা তুলে দিয়ে সততার পরিচয় দেন ওই সিভিক ভলেন্টিয়ার।
latestnews
westmedinipur
bengalinews
debra
breakingnews
importantnews
accident
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
srirampur
teacher
anmnews
news
karticksingh
kuliahighschool
bengal
money
india
civic
kharagpur