জেলা শাসকের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান

author-image
Harmeet
New Update
জেলা শাসকের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে জেলা শাসকের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর সক্রিয়ভাবে অভিযান শুরু করেছিল। মেদিনীপুর খড়গপুর ও ঘাটাল জুড়ে এই অভিযান চলছিল। বালি খাদানে অভিযান চালিয়ে বহু বেআইনি বালি তোলা যন্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। বহু বালি গাড়ি ওভারলোড এর অভিযোগে আটক হয়েছিল। এবার পরিবহন দপ্তর আলাদা করে অভিযান শুরু করলো। বুধবার সকাল থেকে পরিবহন দপ্তরের আধিকারিক অমিত দত্ত এর নেতৃত্বে অভিযান শুরু হয় মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে। এক ঘণ্টার মধ্যেই কয়েকটি স্কুল ভ্যান সহ, বালি ভর্তি ট্রাক্টর, বেসরকারি কয়েকটি বাস ও অন্যান্য গাড়ি আটক হয়ে যায়। যাদের কাগজপত্রসহ বিভিন্ন রকম সমস্যা ছিল। আপাতত পরিবহন দপ্তর অভিযান জেলা জুড়ে জোরদার করছে বলে আধিকারিক জানিয়েছেন।