খনির কাজ বন্ধ করল সিদুলী বাঁচাও সমিতি

author-image
Harmeet
New Update
খনির কাজ বন্ধ করল সিদুলী বাঁচাও সমিতি


নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : ফের অন্ডালের কেন্দা এরিয়ার সিদুলী খোলা মুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল সিদুলী বাঁচাও সমিতির লোকজন। সিদুলী বাঁচাও সমিতির নেতৃত্বে ছিলেন খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী, সুমিত চ্যাটার্জী, সিদুলি বাঁচাও সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃত্ব।
বিক্ষোভকারীদের দাবি, চলতি বছরের অক্টোবর মাসের ২০ তারিখ ইসিএল আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েত প্রশাসন ও সিদুলী বাঁচাও সমিতির বৈঠক হয়। বিক্ষোভকারীদের দাবি, বৈঠকে সিদ্ধান্ত হয় এলাকায় খনির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পুনর্বাসন দিতে হবে, এছাড়াও খনিতে কাজের জন্য এলাকার বেকার যুবকদের প্রাধান্য দিতে হবে। ত্রিপাক্ষিক এই বৈঠকে সহ-সম্মতিক্রমে সিদুলী বাঁচাও সমিতির দাবি দাওয়া মেনে নেওয়া হয় বলে দাবি সমিতির । কিন্তু এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও সমিতির দাবি মতো কথা রাখেনি ইসিএল কর্তৃপক্ষ বলে জানান বিক্ষোভকারীরা । সিদুলী বাঁচাও সমিতির সভাপতি সুমিত চ্যাটার্জি জানান, 'ইসিএল কর্তৃপক্ষ মন-মর্জি মাফিক লোক নিয়োগ করছেন এলাকার বেকার যুবকরা কাজ পাচ্ছেন না । এছাড়াও খনির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর সার্ভে দুদিন করার পরই বন্ধ করে দেয় ইসিএল কর্তৃপক্ষ। ফলে এলাকার মানুষরা যারা খনির কারণে ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের দিকটি অনিশ্চিত রয়েছে।' যদিও এই ব্যাপারে ইসিএল এর কোন আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি ।