নিজস্ব সংবাদদাতাঃ মার্কাস রাশফোর্ড তার ক্যারিয়ারের প্রথমবারের জন্য ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের হয়ে মার্কাস রাশফোর্ডের (১৮) চেয়ে বেশি গোল করেছেন কেবল হ্যারি কেইন (৫১) ও রাহিম স্টার্লিং (২০)। বিশ্বকাপের ম্যাচে জোড়া গোলে সুবাদে দুই কিংবদন্তী ফুটবলার- জোহান ক্রুয়েফ এবং চার্লটনের সঙ্গে একাসনে চলে এসেছেন তিনি।
বিশ্বকাপে জোহান ক্রুয়েফ এবং রাশফোর্ডের গোলের সংখ্যা এখন সমান। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসাবে একটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তিনবার গোল করেলন, ১৯৬৬ সালে ববি চার্লটনের পর।