নিজস্ব সংবাদদাতাঃ জি-৭ এর বিচারমন্ত্রীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার' নিন্দা জানিয়েছেন। জার্মান বিচারমন্ত্রী মঙ্গলবার বার্লিনে তার সমকক্ষদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। মন্ত্রী মার্কো বুশম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, 'বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা হিমশীতল তাপমাত্রায় বসবাস করছে। মন্ত্রীরা একমত হয়েছেন যে এটি একটি ভয়ানক যুদ্ধাপরাধ, যার লক্ষ্য হচ্ছে অনেক মানুষ যাতে শীতের শিকার হয়।' বুশম্যান বলেন, 'ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যুদ্ধাপরাধের প্রায় ৫০,০০০ ঘটনা নথিভুক্ত করেছে এবং প্রায় ৬০০ সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে তালিকাভুক্ত করেছে।' তিনি বলেন, 'যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংসতার জন্য কোনো দায়মুক্তি হতে পারে না।'