ইউক্রেন একদিন ন্যাটোতে যোগ দেবে : স্টলটেনবার্গ

author-image
Harmeet
New Update
ইউক্রেন একদিন ন্যাটোতে যোগ দেবে : স্টলটেনবার্গ

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনেকে ন্যাটো জোটভুক্ত করার কথা বলেছেন। তিনি বলেছেন, ন্যাটো সদস্য হিসেবে একদিন যোগ দেবে ইউক্রেন। স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর দরজা খোলা।’ তিনি আরও বলেন, 'ন্যাটোভুক্ত হতে বাধা দিতে রাশিয়ার কোনো ভেটো দেওয়ার ক্ষমতা নেই। তিনি উত্তর মেসেডোনিয়া, মন্টেনেগ্রোর জোটভুক্ত হওয়ার কথাও বলেন।' একই সঙ্গে তিনি বলেন, 'রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই দেখবেন ফিনল্যান্ড ও সুইডেনও ন্যাটো সদস্য হয়ে গেছে।' স্টলটেনবার্গ বলেন, ‘যতদিন লাগবে ততদিন ইউক্রেনকে সহায়তা করা হবে। আমরা সরে আসব না।’ ইউক্রেনকে সহায়তার মূল লক্ষ্য হচ্ছে পুতিন যেন জিততে না পারেন। আলোচনার জন্য সঠিক শর্ত দিতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।