নিজেদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল চীন

author-image
Harmeet
New Update
নিজেদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল চীন

নিজস্ব সংবাদদাতাঃ গোবি মরুভূমি থেকে শেনঝাউ–১৫ নভোযানে করে মহাকাশচারী পাঠাল চীন। দেশটির তৈরি নতুন তিয়ানগং মহাকাশ স্টেশনে নভোচারীদের পৌঁছে দেবে নভোযানটি। মহাকাশে নিজেদের স্টেশনে থাকার জন্য দেশটির এটাই প্রথম নভোচারী পাঠানোর ঘটনা। সেখানে ছয় মাস থাকবেন তিন নভোচারী। পরে তাঁরা ফিরে এলে আবার নতুন নভোচারীদের আবার সেখানে পাঠানো হবে। নভোযান শেনঝাউ-১৫ নভোযানটি চীনের উত্তর পশ্চিমের গোব মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে গত মঙ্গলবার। চীনের মহাকাশ স্টেশনটি তৈরিতে যে ১১ টি আলাদা যন্ত্রাংশ প্রয়োজন ছিল এবারের যাত্রায় তার শেষ চালানটি যাচ্ছে। এই মহাকাশ স্টেশনটি প্রায় এক দশক ধরে কাজ করবে এবং প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে। চায়না ম্যানড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের একজন মুখপাত্র বলেছেন, নতুন ক্রুরা মহাকাশ স্টেশনের চারপাশে সরঞ্জাম স্থাপনের কাজ করবেন। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।