নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপের নকআউটে আগামী ৩ ডিসেম্বর নেদারল্যান্ডস মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। প্রুপ পর্যায়ে এ ও বি গ্রুপের তিনটি ম্যাচ শেষে এমন সমীকরণ দাঁড়িয়েছে। এ গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। অপরদিকে বি গ্রুপের রানারআপ যুক্তরাষ্ট্র। ফিফার ফিকশ্চার অনুযায়ী এ গ্রুপের শীর্ষ দল নকআউটে মুখোমুখি হবে বি গ্রুপের রানারআপের সঙ্গে। অন্যদিকে বি গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে এ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র।