নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের শীর্ষ সম্মেলন থেকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতের সহায়তারও আশ্বাস দিয়েছে জোট সদস্য রাষ্ট্রগুলো। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে দুই দিনের শীর্ষ সম্মেলন চলছে। সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে জোট মহাসচিব জেন্স স্টলটেনবার্গ অভিযোগ করেন, আসন্ন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে মস্কো।