দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা লকেট, সৌমিত্রের

author-image
Harmeet
New Update
দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা লকেট, সৌমিত্রের


দুর্গাপুর: দুর্গাপুরের সৃজনীতে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন সাংসদ লকেট চ্যাটার্জি। সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "হাজার হাজার চাকরিপ্রার্থীর সাথে বেইমানি করা হচ্ছে, নিয়োগ করা হয়নি। এখন লোক দেখানো দরদ দেখাচ্ছে। সামনে পঞ্চায়েত ভোট আসছে। 'আমাকে দেখে ভোট দেবে আমি একাই প্রার্থী', এই জন্যই এইসব নাটক করছে"। তৃণমূলকে আক্রমণ করে সাংসদ লকেট চ্যাটার্জি আরও বলেন, "পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। যাদের নাম চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, তারাই চাকরি পাচ্ছে। সাধারণ বুদ্ধিমান যুবক-যুবতীরা চাকরি থেকে বঞ্চিত থাকছে"। এভাবেই দুর্গাপুর থেকে তৃণমূলকে নিশানা করেন সাংসদ লকেট চ্যাটার্জি। অপরদিকে গিরির মেয়ের চাকরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ সৌমিত্র খাঁ। চোরেদের সরকার বলে তৃণমূলকে কটাক্ষ করেন সাংসদ। বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অবৈধ কয়লা কারবার চালাতে তৃণমূলের মদতে নতুন কিউআর কোডের ব্যবহার শুরু হয়েছে। যার সাহায্যে ঝাড়খন্ড থেকে পুরুলিয়া হয়ে ঘুরপথে কয়লা চালান হচ্ছে। সৌমিত্র খাঁ জানান, রাজ্য সরকার চোরাপথ অবলম্বন করে বালিরও ব্যবসা চালাচ্ছে l