নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরসুমে ফর্মে রয়েছে ভারতের উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। মঙ্গলবার প্রকাশিত BWF ক্রম তালিকা অনুযায়ী দুই ধাপ এগিয়েছেন লক্ষ্য। বর্তমানে রয়েছেন ষষ্ঠ স্থানে। একুশ বছর বয়সী আলমোরার এই খেলোয়াড় চলতি মরসুমে ৭৫ হাজার ২৪ পয়েন্ট পেয়েছেন। অংশ নিয়েছিলেন ২৩ টি টুর্নামেন্টে।