ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষক আজ ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখালো। জানা গিয়েছে, কয়েক বছর ধরে নাপিত কাটান নদী সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে চাষের জল না পেয়ে ব্যহত হচ্ছে কৃষিকাজ। জলের অভাবে জমিতে নষ্ট হচ্ছে সবজি, আলু থেকে নানান কৃষিজ ফসল। এবার সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো কৃষকেরা। কৃষকরা বলেন, "এই বিষয়ে আমরা ঘাটালের মহাকুমার শাসকের দপ্তর, ঘাটাল বিদ্যুৎ দপ্তর, পৌরসভা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি। এই প্রকল্পের জন্য ২০২১ সালে নতুন ভাবে বিদ্যুতের খুটি লাগানো হয়েছে। কিন্তু বিদ্যুতের তার ট্রান্সফারের সংযোগ এখনও পর্যন্ত হয়নি। যার ফলে প্রায় ১০০ একর জমির কৃষিজ ফসল নষ্ট হচ্ছে"। সেই কারণে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন কৃষকেরা। যদিও এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানাবো এবং খুব তাড়াতাড়ি কৃষিজ ফসলের জন্য জলের ব্যবস্থা হয়ে যাবে"।