নিজস্ব সংবাদদাতাঃ লড়াই চালিয়েও ঘানার বিরুদ্ধে হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। জোড়া গোল করেও দলের মান রক্ষা করতে পারেননি চো গুই-সাং। দলে ছিলেন ফুটবল তারকা সন হিউং মিন। ঘানার বিরুদ্ধে ম্যাচ শেষে কোরিয়ান ফুটবলারদের চোখ জল দেখা গিয়েছিল। সেই সময় ঘানার কোচ সনের সঙ্গে সেলফি নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিলেন। সন সেই সময় আবেগে কার্যত ভেঙে পড়েছিলেন। এমন একটি মুহুর্তে ঘানা কোচের সেলফি নেওয়ার সিদ্ধান্ত ফুটবল প্রেমীদের দ্বারা বহুল সমালোচিত।