ফুড কর্পোরেশনে নিয়োগে বেনিয়মের অভিযোগ

author-image
Harmeet
New Update
ফুড কর্পোরেশনে নিয়োগে বেনিয়মের অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুর : ফের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ। ২৪ জন অস্থায়ী নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিয়ে নতুন নিরাপত্তারক্ষীদের নিয়োগ করার প্রতিবাদ। শুক্রবার দুর্গাপুরের সগরভাঙ্গায় ফুড কর্পোরেশন ডিপোর ভেতর আধিকারিকদের আটকে দিয়ে তুমুল বিক্ষোভ দেখান অস্থায়ী নিরাপত্তাকর্মীরা। ২০ দিন আগে থেকেই নতুন নিরাপত্তারক্ষীদের নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয় ছাঁটাই হওয়া অস্থায়ী নিরাপত্তারক্ষীরা। রীতিমতো নতুন কর্মীদের ফুড কর্পোরেশন ডিপোয় ঢুকতেও বাধা দেয় আন্দোলনকারীরা। কিন্তু শুক্রবার দুপুরে হটাৎ করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশনাল ম্যানেজার বিবেক পোদ্দার নতুন নিয়োগ হওয়া নিরাপত্তারক্ষীদের নিয়ে দুর্গাপুর ডিপোয় ঢুকতে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়ে আন্দোলনকারীদের। ফের নতুন নিয়োগ হওয়া সংস্থার নিরাপত্তারক্ষীদের বাইরে বের করে দেওয়া হয়। আর ডিপোর ভেতরে আটকে রাখা হয় ডিভিশনাল ম্যানেজার বিবেক পোদ্দারকে। একই সাথে চলে গেটের বাইরে আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভ। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবীগুলির মীমাংসা হচ্ছে ততক্ষন ডিভিশনাল ম্যানেজার বিবেক পোদ্দারকে আটকে রেখে দেওয়ার কথা পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ,কিন্তু পুলিশকেও আন্দোলনকারীরা ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে।