নিজস্ব সংবাদদাতাঃ যাবতীয় বিতর্কের মাঝেও মাথা ঠান্ডা রেখেছেন ইস্টবেঙ্গল এফসির কোচ স্টিফেন কনস্টান্টাইন। একের পর এক ম্যাচে ব্যর্থতার পর জয়ের ধারায় ফিরেছে লাল হলুদ ব্রিগেড। বেঙ্গালুরু ফুটবল ক্লাব, জামশেদপুর এফসির মতো ক্লাবের বিরুদ্ধে এসেছে জয়। ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরেছেন নওরেম মহেশ সিং। গোলের জন্য একের পর এক বল বাড়িয়েছেন মহেশ। ক্লেইটন সিলভার সঙ্গে মহেশের জুটি তেজ বাড়িয়েছে লাল হলুদ মশালের।