নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার ফলে জ্বালানি জোগানের ক্ষেত্রে সমস্যায় পড়েছে ইউরোপীয় দেশগুলি। তবে এবার জার্মানির সঙ্গে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তিতে সম্মত হয়েছে কাতার।
কাতার অন্তত ১৫ বছরের জন্য জার্মানিকে বছরে ২ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাঠাতে সম্মত হয়েছে। এই বিষয়ে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানিয়েছেন, এই চুক্তি উভয় দেশের পক্ষেই লাভজনক হবে।