নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ ফের আক্রান্ত তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ব্লকের পাঁউশী বাজারে মঙ্গলবার সকালে আচমকাই বরোজ অঞ্চলের উপপ্রধান মিহির ভৌমিকের উপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর তৃণমূল কর্মীরা পাঁউশী বাজারে রাস্তা অবরোধ করে সকাল ১১ টা নাগাদ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভূপতিনগর পুলিশ।