নিজস্ব সংবাদদাতা: ‘কাল একটি বই প্রকাশ করব, নাম ১৯৫৬’। ‘৫ মে পর থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে রাজ্যের করা মামলার পুস্তিকা প্রকাশ’। ‘রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশের সাংসদদের বই পাঠাবো’। ‘বাংলায় গণতন্ত্রের কী অবস্থা সবাই জানুক’। আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘বই লিখে সামাজিক আবর্জনা বাড়াবেন। অপরাধ করেছেন মামলা হয়েছে, আইনি পথে লড়বেন’। পাল্টা আক্রমণ কুণাল ঘোষেরl