নিজস্ব সংবাদদাতা: সোমবার যুক্তরাজ্যের বৈদেশিক নীতিতে তার প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি লাভদায়ক বলে মনে করছেন ঋষি সুনাক। উল্লেখ্য, উভয় দেশের মধ্যেই বর্তমানে বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং উভয় দেশই দ্বিপাক্ষিক বাণিজ্যে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।