নিজস্ব সংবাদদাতাঃ নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে চলা বিক্ষোভ দমনকে কেন্দ্র করে চাপের মুখে রয়েছে ইরান সরকার। এ ধারাবাহিকতায় এবার বিশ্বের দেশগুলোর প্রতি ইরানকে বর্জন করার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত অধিকারকর্মী ও প্রকৌশলী ফরিদেহ মোরাদখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগনি। ২৩ নভেম্বর ইরানে গ্রেপ্তার হয়েছেন ফরিদেহ মোরাদখানি। এরপর তাঁর একটি ভিডিও বিবৃতি অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে মোরাদখানি বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, ‘মুক্ত মানুষেরা, আমাদের সঙ্গে থাকুন এবং একটি খুনি ও শিশু হত্যাকারী শাসকগোষ্ঠীকে সমর্থন করা থেকে বিরত থাকতে বলুন।’ ইরান সরকার সম্পর্কে ফরিদেহ মোরাদখানি আরও বলেন, ‘তারা ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা ছাড়া আর কিছুই জানে না।’