বিতর্কের আবহের পাল্টা পর্ষদ সভাপতি

author-image
Harmeet
New Update
বিতর্কের আবহের পাল্টা পর্ষদ সভাপতি

নিজস্ব সংবাদদাতা: পরীক্ষা শুরুর আগেই ডিএলএড-এর প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে। প্রকাশ্য প্রশ্নপত্রের কিছু অংশের প্রতিলিপি। মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় প্রতিলিপির সেই অংশ।" প্রশ্নপত্র ফাঁস হয়নি, ষড়যন্ত্র হয়েছে। পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকার ও পর্ষদকে অপদস্থ করেছেন।" প্রতিক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির। এদিন সাংবাদিক বৈঠকে গৌতম পাল বলেন, “সরকারকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। স্বচ্ছতা মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক পর্ষদ। ৪৬ হাজার পরীক্ষার্থীর সবাই কি প্রশ্ন জেনে পরীক্ষা দিচ্ছে? সরকার-পর্ষদকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে।’’