নিজস্ব সংবাদদাতাঃ চলতি কাতার বিশ্বকাপের একটি ম্যাচে হল ৬ গোল। ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচের স্কোর ৩-৩। গ্রুপ জি-এর শেষ দুই দলের মধ্যে এদিন ছিল ম্যাচ। এতদিন কাতার বিশ্বকাপের কোনও ম্যাচেই খুব বেশি গোল হয়নি। ক্যামেরুন বনাম সার্বিয়ার এই ম্যাচ সে দিক থেকে অনন্য হয়ে রইল। জয়ের জন্য ঝাঁপিয়ে ছিল দুই দল। আক্রমণ, প্রতি-আক্রমণে হয়েছে খেলা। দুই গোলে এগিয়ে যাওয়ার পরেও ড্র করে মাঠ ছাড়ল সার্বিয়া।