নিজস্ব প্রতিনিধি, ঘাটালঃ ঘাটালের ঐতিহ্যবাহী শিশু মেলার ওপেন টেন্ডার হল ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা, আর এই টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। জানা যায়, ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটাল উৎসব ও শিশু মেলা, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এই বৎসর এই মেলা ৩৪ তম বর্ষে পড়ল। উৎসব কমিটির সভাপতি হয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,কার্যকারী সভাপতি হয়েছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি(ব্লক তৃণমূলের সভাপতি) দিলীপ মাঝি। রবিবার সন্ধ্যায় মেলার ওপেন টেন্ডার হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকায়। আর এই টেন্ডার প্রক্রিয়ার পরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। এ বিষয়ে ঘাটাল পূর্বমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, 'এটা মেলা হচ্ছে না ব্যবসা হচ্ছে, আর ঘাটালের এই ঐতিহ্যপূর্ণ মেলাকে নিয়ে পুরো রাজনীতি করণ চলছে। আর মেলাকে কেন্দ্র করে প্রচুর টাকা তোলা হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে কী হচ্ছে কেউ জানে না। আর এত টাকা টেন্ডার প্রক্রিয়া হচ্ছে মানে মেলায় জিনিসপত্রের দামও দ্বিগুণ হবে। তাই আমরা ঘাটালবাসিকে বলবো এর প্রতিবাদ জানাতে।'
অপরদিকে ঘাটালের সিপিআইএম নেতা চিন্ময় পালের দাবি, 'ঘাটালের শিশুমেলা কমার্শিয়াল মেলায় পরিনত হয়েছে, ঘাটালের শিশু মেলা নিয়ে মানুষের যে আবেগ ছিল সেই আবেগ আর নেই। তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাটালের মেলার আবেগকে দৈন দশায় পরিণত করেছে।' মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝির দাবি, 'মেলায় স্বচ্ছতা রাখতে ওপেন টেন্ডার করা হয়েছে, এখনো বাকি যে কয়েকটি বিষয় আছে সেগুলি ওপেন টেন্ডার করা হবে।'