পাঁচটি দেশের পাঁচ জন রাষ্ট্রদূতের থেকে শংসাপত্র গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু

author-image
Harmeet
New Update
পাঁচটি দেশের পাঁচ জন রাষ্ট্রদূতের থেকে শংসাপত্র গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু


নিজস্ব সংবাদদাতা: সোমবার ভারতের রাষ্ট্রপতি পাঁচটি দেশের পাঁচ জন রাষ্ট্রদূতের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেছেন। 

your image


your image

রাষ্ট্রপতি ভবনে হয়েছে এই অনুষ্ঠান।

your image

 পাঁচটি দেশ হল বাংলাদেশ, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরশাহি, জাপান ও লাটভিয়া। 

your image


your image

বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান, মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহেব, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত ডঃ আব্দুল নাসের জামাল হোসেন মোহাম্মদ আলশালি, জাপানের রাষ্ট্রদূত সুজুকি হিরোশি এবং লাটভিয়ার রাষ্ট্রদূত জুরিস বোন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে শংসাপত্র তুলে দেন।