নিজস্ব সংবাদদাতাঃ দরিদ্র, দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোয় শস্য রপ্তানি করবে ইউক্রেন। রাজধানী কিয়েভে মিত্রদেশগুলোর সঙ্গে এ–সংক্রান্ত একটি সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ১৫ কোটি ডলারের শস্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তাঁর দেশের। জেলেনস্কি বলেন, "এই উদ্যোগের নাম ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’। দেশটিতে রুশ হামলা শুরুর পর বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে যে অনিশ্চয়তা ও সংকট দেখা দিয়েছে, তা নিরসনের প্রতিশ্রুতি পূরণে ইউক্রেন থেকে এসব শস্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি বলেন, ‘ইউক্রেনের বন্দরগুলো থেকে দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোয় শস্যবাহী ৬০টি জাহাজ ছাড়ার পরিকল্পনা করেছি।’