নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সেনাবাহিনীর অবস্থা নিয়ে মুখ খুলেছেন দেশটিতে জাতীয়তাবাদী রাজনীতিক হিসেবে পরিচিত লিওনিড স্লাটস্কি। সেনাবাহিনীতে খুব কম সংখ্যক চিকিৎসক থাকা নিয়ে কথা বলেছেন তিনি। ইউক্রেনের লড়াইয়ের জন্য সমবেত হওয়া সেনাসদস্যদের মায়েদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, রুশ বাহিনীর অন্যান্য সমস্যার মধ্যে একটি হলো তাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই। ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো সমর্থক লিওনিড স্লাটস্কি বলেন, ইউক্রেনে সেনারা যেসব সমস্যার মুখে পড়ছে তা নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।