পাঁশকুড়ায় সমবায় আবার দখল করল তৃণমূল

author-image
Harmeet
New Update
পাঁশকুড়ায় সমবায় আবার দখল করল তৃণমূল



নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়াঃ
রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার অন্তর্গত মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোটকে কেন্দ্র করে সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। এই নির্বাচনে মোট ১২ টি আসন এর মধ্যে তৃণমূল ৭ টি সিপিএম ৪ টি এবং বিজেপি ১ টি আসন পায়। আজ সকাল থেকে ভোট পর্ব শুরু হয়। ভোট চলে দুপুর ২ টো পর্যন্ত। এদিন বিকেলেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল। তৃণমূল ২ টি আসনে টসে জেতে। সব মিলিয়ে ১২ টি আসনের তৃণমূল ৭ টি আসন পেয়ে বোর্ড গঠন করেছে। তৃণমূলের অভিযোগ যে, সিপিএম এবং বিজেপির মধ্যে আঁতাত ছিল, ওরা নিজেরাই আসন ভাগাভাগি করেছে। কারণ যেখানে ভোট হচ্ছে এই অঞ্চলটি সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহির অঞ্চল।


 তবে সিপিএম বলে যে, বিধানসভা ভোটের পর সিপিএমের উপর বিশ্বাস রাখছে এলাকার মানুষ। তাই পুনরায় ফিরিয়ে আনছে সিপিএমকে। আর জোট নিয়ে বলে যে, সিপিএমের সঙ্গে বিজেপির সঙ্গে জোট হতে পারে না। কিন্তু যদিও কেউ করতে যায় তাঁদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। বিজেপির বক্তব্য, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ আবার ভোট দেওয়ার মধ্য দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। তবে এলাকার উন্নয়ন নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে।