দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ‘চলো গ্রামে যাই’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি শুরু হয়েছে। সেইমত প্রতিটি এলাকায় ইতিমধ্যে তৃণমূলের মহিলা কর্মী সহ এলাকার বিধায়করা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন এবং বুথে বুথে পঞ্চায়েতি সভা করছেন। পাশাপাশি এলাকার মানুষজনের অভাব অভিযোগ শুনছেন। এবার এই কর্মসূচিতে গিয়ে এলাকাবাসীদের মুখ থেকে অবৈধ মদের দোকান বন্ধ করার দাবি শুনতে হলো ডেবরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকে।রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ অঞ্চলের হৈপথ এলাকায় সাইকেলে চড়ে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে পৌঁছান বিধায়ক হুমায়ুন কবীর। সেইসময় স্থানীয় এলাকার মহিলা সহ বয়স্করা বিধায়ককে কাছে পেয়ে বেআইনি মদ দোকান বন্ধ করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় প্রচুর অবৈধ বেআইনি মদের দোকান রয়েছে। যার ফলে প্রতিদিনই যুবসমাজ মদ্যপান করছে। গত কয়েক মাস আগে প্রাণ গিয়েছে ৩৪ বছরের এক তরতাজা যুবকের। আবগারি দপ্তর সহ পুলিশকে জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অন্যদিকে, বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, 'এলাকায় একজনের ৩৪ বছরের নাতি মদ খেয়ে মারা গেছে, প্রতিদিন মদ খেয়ে। খালি পেটে মদ খায় এবং সেই কারণে অসুস্থ হয়, মারা যায়। এখানে নাকি মদ বিক্রি হয়, সেটা আজ আমি থানার বড়বাবুকে বলছি রেড করার জন্য। বেআইনি মদ বিক্রেতাদের যাতে জেলে পোরে। যাতে বেআইনি মদ এখানে কন্ট্রোল হয়। আমি এখানে আজ ব্যাপারটা জানলাম। পুলিশকে বলবো যাতে বেআইনি মদের দোকান বন্ধ করে। দেশি মদ যেটা বিক্রি হয় সেটা দোকান থেকে এনে খাচ্ছে কিনা দেখতে হবে। বেআইনি মদ থাকলে ওটা আবগারি দপ্তরের গাফিলতি। সরকারি মদ যেটা আছে ওটা খেতেই পারে কিনে এনে। এদের সচেতন হতে হবে। মদ খেলেও একটা পরিমাণ মতো খেতে হবে। অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও মদ খায় বলে শুনেছি।'
'চলো গ্রামে যাই’ কর্মসূচিতে গিয়ে অবৈধ মদের দোকান বন্ধ করার দাবি শুনতে হল বিধায়ককে
New Update