নিজস্ব সংবাদাতাঃ ভারতের মহিলা হকি টিম টোকিও অলিম্পিকে পদক জিততে না পারলেও তাদের যাত্রা পথ কোন স্বপ্নের চেয়ে কম কিছু নয়। তাই এবার ভারতীয় মহিলা হকি দলের কোচ জোয়ার্ড মারিজন এক বিশেষ অনুরোধ জানালেন শাহরুখ খানের কাছে। অভিনেতার কাছে কোচের অনুরোধ 'চাক দে ইন্ডিয়া'র দ্বিতীয় সিজিন নিয়ে আসার জন্যে।