নিজস্ব সংবাদদাতা: ৮০ বছর বয়সে পুনরায় নিরক্ষীয় গিনির রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো।
/)
এই নিয়ে তিনি নিরক্ষীয় গিনির ষষ্ঠতমবারের জন্য রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন। ৯৪.৯ শতাংশ ভোট নিয়ে তিনি পুনঃনির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালে তিনি প্রথমবার নিরক্ষীয় গিনির রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন।