তৃণমূলের মুখপত্রে মমতাকে নিয়ে লেখার জন্য সিপিএমের শোকজের জবাব অজন্তার

author-image
New Update
তৃণমূলের মুখপত্রে মমতাকে নিয়ে লেখার জন্য সিপিএমের শোকজের জবাব অজন্তার

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের মুখপত্রে মমতাকে নিয়ে লেখার জন্য সিপিএমের শোকজের জবাব দিলেন প্রয়াত সিপিআইএম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। তিনি জানিয়েছেন, আমি যা লিখেছি, সেটা আমার গবেষণার বিষয়। তৃণমূলের মুখপত্র থেকে লেখা চাওয়া হয়েছিল বলে দিয়েছি। দলকে বিড়ম্বনায় ফেলার কোনও উদ্দেশ্য ছিল না আমার।