নিজস্ব প্রতিনিধি: নিম্ন আদালতের বিচারপতিরা হুমকি নিয়ে অভিযোগ করলে সিবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি 'সাড়া দেয় না', বললেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সম্প্রতি ঝাড়খন্ডের জেলা বিচারকের হত্যার মামলাটি গ্রহণ করেছে।
তদন্তকারী সংস্থাগুলির তীব্র সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, "সিবিআই তার মনোভাবে কোনও পরিবর্তন দেখায়নি", বিচারকরা যখন অভিযোগ করেন তখন তারা "মোটেই সাহায্য করে না"। বিচারকদের সুরক্ষার জন্য বকেয়া আবেদনের বিষয়ে আদালত কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতেও বলে।